‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এ শ্লোগানের আলোকে পাবনার অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ চত্বরে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ ফসি উদ্দিন আহমেদ। কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোতাহার আলী ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য দেন,সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য কে এম আনোয়ারুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা আমীর মওলানা মোঃ আব্দুল হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,ডঃ এম এ মজিদ,প্রিন্সিপ্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাবেক সভাপতি এ এম জাকারিয়া,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,ছাত্র-জনতা প্রতিনিধি হাসানুজ্জামান সবুজ,কলেজছাত্রী জান্নাতি নীতি প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের উৎসব উপলক্ষে মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল বসায়।