আশাশুনি সরকারি কলেজে তারুণ্যের উৎসব, মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ও বুধবার কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনু্ষ্িঠত হয়। বৃহস্পতিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ ছহিলউদ্দিন। প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।