ড. বদিউল আলম মজুমদার

রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ পিএম
রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার শনিবার দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে যোগ দিয়ে জানিয়েছেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে যেন সংসদে বা রাজনীতিতে অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, যারা মানুষ খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন মজুমদার।

আপনার জেলার সংবাদ পড়তে