শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী রোববার দুপুর ১২ টায় শহরের খেজুরতলা এলাকায় বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়ে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম তোতা, পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ মোহাম্মদ কাওছার কলিন্স সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।