পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী মিলার গলায় ফাস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মিলার বাড়ী পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়। এ খবরে কলেজের সহপাঠিরা ভীড় জমায় হাসপাতালে। মিলার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানাগেছে, গতকাল শুক্রবার মিলার বিয়ে হয়। এ আত্মহত্যার কারন জানাযায়নি। এদিকে, পটুয়াখালী পুলিশ লাইন্সের মহিলা ব্র্যাকের তৃতীয় তলার তিন নম্বর কক্ষ থেকে তৃষ্ণা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, রুমের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তৃষ্ণা বিশ্বাসের মরদেহ। তৃষ্ণা বিশ্বাস মাদারীপুর জেলা ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে পটুয়াখালী পুলিশ লাইনে কনস্টেবল পদে যুক্ত হন।