কালীগঞ্জে আগুনে পুড়লো ২ টি কাঠের দোকান

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:২৭ পিএম
কালীগঞ্জে আগুনে পুড়লো ২ টি কাঠের দোকান

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কে মধ্য রাতে আগুনে দুটি কাঠের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার মধ্যরাতে কাঠের দোকান দুটিতে আগুন ধরে। কাঠের দোকান হওয়াতে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস অফিস খবর পেয়ে ঘটনা স্থানে আসে এবং কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দোকান মালিকরা হলেন বিদ্যুত দাস ও বিকাশ দাস দু,জন ফার্নিচার তৈরির কাঠ সাইজ ও ফিনিসিং এর কাজ করতেন। অপরটিতে সন্তোশ দাস কাঠ দিয়ে হাসঁ-মুরগী ও পায়রার ঘর বানাতেন। ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে দুইটি দোকানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। স্থানীয় লোকজন জানান, রাত ১টার সময় হঠাৎ আগুন লাগে। আমরা ঠিক পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস অসিফে খবর দিই। কিন্তু কাঠের ঘর এবং ভিতরে সব কাঠ থাকায় আগুন নেভানোর আগেই সব পুড়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি। কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, আমরা রাত ১টার দিকে খবর পাই এবং অল্প সময়ের মধ্যেই ঘটনা স্থলে পৌছায়। ২ ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে