কাহারোলের মুটুনীহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৬ পিএম
কাহারোলের মুটুনীহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় ঈশানপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দল কাহারোল উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশের সংখ্যা গরিষ্ট জনগোষ্টিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ দবিরুল ইসলাম সাজুর সভাপতিত্বে বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রিয় কমিটি, সহ-সভাপতি জেলা বিএনপি ও সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি মোঃ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। এ সময় উপস্থিত ছিলেন, ৬নং রামচন্দ্র পুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কাহারোল উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমান, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোঃ আনারুল হক, ২নং রসুলপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ আবু তালেব ও সাধারন সম্পাদক খায়রুল আলম প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে