পাবনার চাটমোহরে আট বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তুহিন হোসেন (১৮) নামের এক তরুণের বিরুদ্ধে। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু অভিযুক্ত তরুণের পরিবার প্রভাবশালী হওয়ার কারণে প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা হয়। পরে গত শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে এদিন সন্ধ্যায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগি শিশুর বাবা। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিন্যাবাড়ি গ্রামের আব্দুল হাই প্রামানিকের ছেলে তুহিন প্রতিবেশী ওই শিশুকে গত ১৪ জানুয়ারি দুপুরে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় তুহিনের বাড়িতে কেউ ছিল না। পরে তুহিন ওই শিশুকে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশাপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় তুহিন। এরপরেই বিষয়টি ধামাচাপা দিতে শুরু হয় তোড়জোড়। প্রভাবশালী হওয়ার কারণে ভুক্তভোগী পরিবারকে দেখানো হয় ভয়ভীতি। তবে বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দেয় তুহিন। শনিবার চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।