পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার থেকে ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজার পর্যন্ত সড়কের সরকারি গাছ কাটার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পাবনা জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ রিয়াজুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের নামে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯। এ ঘটনায় পুলিশ মামলার এজাহার নামীয় আসামি উপজেলার পাচবাড়িয়া গ্রামের মুকুল হোসেনকে গ্রেফতার করেছে। মামলায় বলা হয়েছে সরকারি এই সড়কের দু’পাশের বিভিন্ন ধরণের ৩০টি গাছ কেটে নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। উল্লেখ্য,মথুরাপুর থেকে কাটাখালী অভিমুখে এলজিইডি’র সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। এই সড়কের দু’পাশে থাকা সরকারি গাছ কাটার হিড়িক পড়ে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা দেদারছে মেহগণি,আম,কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের মথুরাপুর,বাহাদুরপুর,শাহজাহান মোড়,আনকুটিয়াসহ অন্যান্য এলাকায় অসংখ্য ছোটবড় গাছ কেটে নেওয়া হয়েছে। বেশ কিছু গাছ কাটা হচ্ছে। এলাকার লোকজন জানান,সড়ক প্রশস্ত হচ্ছে,তাই তারা নিজেদের বাড়ির সামনের গাছগুলো কেটে নিচ্ছে। এগুলো সড়কের মধ্যেই পড়বে বলে তারা জানান।