পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ পিএম
পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি)ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। ১৯ জানুয়ারি রবিবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কলেজ শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ অংশ করে। তারা বিভিন্ন লিখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায়। সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি শেষ করে। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা কমিটির সহ:সভাপতি কবিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সদস্য নুরে আলম, আদিবাসী নেতা অন্তর হাজং, অবনী কান্ত হাজং সহ অনেকেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে