বিএনপি কেন্দ্রেীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ এ.জেড.এম রেজওয়ানুল হক বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন। যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। তাই ভাইয়েরা আমার আমরা ব্যক্তি কেন্দ্রীয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলের ভেতরে কোন ভেদাভেদ রাখা চলবে না। আমরা সবাই দলের জন্য কাজ করবো। আজ রবিবার বেলা ৩টায় পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পার্বতীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীদের মাঝে প্রায় এক মন মিষ্টি বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ সম্পাদক ও প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো: মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক খয়রাত হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারন সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক জোবায়ের রহমান বাবু, রায়হান আলী, যুবনেতা মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: হান্নান আশরাফী প্রিন্স, সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক, মন্মথপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি মো: এনামুল হকসহ উপজেলা বিএনপি, উপজেলা কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।