পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মজুমদার পরিবারের উদ্যোগে, পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ডা: প্রতাপ কুমার কাশ্যপীর সভাপতিত্বে ও শিক্ষক উদয়ন বিট( লালু)এর সঞ্চালনায়, পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শুভজিৎ দত্ত ও অদ্রিজা পাল। এ সময় সকল অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি চিত্ত মজুমদার,বিশেষ অতিথি পাটকেলেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোবিন্দ সাধু, মন্দির কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বিধান কাশ্যপী,কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাল দেবনাথ,পাটকেলেশ্বরী কালী মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী, পাটকেলেশরী শিশু বিদ্যাপীঠের অধ্যক্ষ কৃষ্ণপদ ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কেশব কুমার সাধু,প্রভাষক অলীক কুমার পাল, দেবদাস কর্মকার,বাবু দেবাশীষ বিশ্বাস সুবোধ কুমার ঘোষ, সদস্য সঞ্জয় পাল, কিশোর কাশ্যপীসহ অর্থ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে স্কুলের পক্ষে শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে এ বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ছাত্রী ওষ্মিতা কাশ্যপী ও ঊষা ঘোষ। এ সময় প্রধান অতিথি স্কুলের সকল নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেনেন,ও তার বক্তব্যে স্কুলের শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। গরিব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কুলের তহবিল থেকে বৃত্তি প্রদানের আশ্বস্ত করেন।