অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন ম্যাডিসন কিস

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২১ পিএম : | আপডেট: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৮ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন ম্যাডিসন কিস

অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে ২৯ বছর বয়সি মার্কিন টেনিস তারকা ম্যাডিসন কিস অবশেষে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন। ১৫ বছর পর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের শিরোপা জিতে, ১৯তম বাছাই কিস ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন। 

শনিবার (২৫ জানুয়ারি) নারী এককের ফাইনালে শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন কিস। ২ ঘণ্টা ২ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ইতিহাস তৈরি করেন তিনি।

২০০৯ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু করা কিস, এত বছর ধরে গ্র্যান্ড স্লাম শিরোপার জন্য সংগ্রাম করেছেন। ২০১৭ সালে প্রথম ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেবার শিরোপা হাতছাড়া করেছিলেন। তবে এবার, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ফাইনাল খেলেই বাজিমাত করলেন কিস, সাবালেঙ্কাকে হারিয়ে এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের করে নিলেন।

তার এই জয় শুধু তার ব্যক্তিগত সংগ্রামের ফল নয়, বরং প্রতিটি ক্রীড়াবিদকেই দেখিয়ে দিল যে, অধ্যবসায় এবং ধৈর্যের পুরস্কার কখনো না কখনো আসবেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW