বিগত অনেক আসরের চেয়ে এবার বিপিএলের উইকেট বেশ ভালো। রানপ্রসবা এসব উইকেটে দাপট দেখাচ্ছেন ব্যাটাররা। আবার নিজেদের দিনে বোলাররাও উজ্জ্বল। এমন উইকেট বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কল্যাণকর হবে বলেই আশাবাদ আফগান তারকা মোহাম্মদ নবীর। বিপিএলে রান এবার বেশি হলেও বোলিংয়ের মান খারাপ নয় বলেই জানালেন নবী। তিনি বলেন, 'বোলিং কোয়ালিটি খারাপ নয়। বেশিরভাগ সময় স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারি হতো, এবার পেসাররা। উইকেট ভালো হওাতে এমন হচ্ছে। বাংলাদেশের মানসম্পন্ন বেশ কিছু বোলার দেখছি।' রাতের ম্যাচগুলোতে রান বেশি হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'তিনটি ভিন্ন কন্ডিশন। এখানেই বেশি ম্যাচ হয়। ঢাকায় দুটি দিনে এবং একটি রাতের ম্যাচ খেলেছি। দিন এবং রাতের খেলায় পুরোপুরি ভিন্ন কন্ডিশন। রাতের ম্যাচে বেশি শিশির থাকে, ব্যাট করা সহজ হয়। রান স্কোরিং এই উইকেটে খেলে উপভোগ করছি।' বাংলাদেশে নবী আগেও খেলেছেন। তবে এমন ব্যাটিং বান্ধব কন্ডিশন কমই পেয়েছেন। তিনি জানান, 'এবার পিচগুলো ভালো বিশ্রাম পাচ্ছে। প্রপার পিচ বানাচ্ছে প্রতিটি ম্যাচের জন্য। তিনটি ভেন্যু রেখেছে, বরাবরই থাকে, তবে এবার পিচের দিকে বাড়তি মনোযোগ। এবার টি-২০ র জন্য ভালো উইকেট তৈরি করা হচ্ছে। গতবারের চেয়ে এবারের পিচ ভালো, যে কারণে বেশিরভাগ ম্যাচই হাই স্কোরিং হচ্ছে। পিচ ভালো হলে ব্যাটারদের এনার্জি আরও ইতিবাচক হয়ে ওঠে, বল মারতে পারে। উইকেট স্লো হলে বদি স্লো হয়ে যায়। এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে।'