৮ জেলায় শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ এএম
৮ জেলায় শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা বেড়েছে

দেশজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে, বিশেষ করে দেশের আটটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববার (২৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহের এই তীব্রতা আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। 

বর্তমানে যেসব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে বেশিরভাগই উত্তরাঞ্চলের জেলা। এই আটটি জেলা হলো: রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় এবং মৌলভীবাজার। আজ নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

রাজধানী ঢাকায়ও তাপমাত্রা কমে এসেছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় কিছুটা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “গতকালের তুলনায় শীতের তীব্রতা অনেকটা বেড়েছে এবং আগামীকালও তা অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।”

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া, দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও শীতের এই অবস্থা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে