ঝিনাইদহে সদ্য মুক্তি প্রাপ্ত ৪ বিডিআর সেনার সংবর্ধনা দিয়েছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ। তারা হলেন- নায়েব সুবেদার নুরুল ইসলাম, হাবিলদার. ইমদাদুল হক, সিপাহী রফিজ উদ্দিন এবং ওবিএম রুহুল আমীন।সোমবার এ উপলক্ষে দুপুর ১২টার দিকে শহরের হামদহ এলাকায় একটি স্কুলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা আমীর আলী আযম আবু বকর,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান রাজু,পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক মাহফুজুর রহমান, রিহান উদ্দীনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিআর কল্যাণ পরিষদের জেলা সভাপতি বিএম কামরুজ্জামান।এসময় বক্তারা বলেন, এখনও ঝিনাইদহের শতাধিক বিডিআর সেনা জেলে আছে। একই সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারির কোর্টে বাকি কারাবন্দি সবাইকে মুক্তি দিতে হবে।বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিনা দোষে ১৮ হাজার ৫২০ জন সেনাদেরকে জেল বন্দী করেছে। এর বিচার খুব দ্রুতই বাংলার মাটিতে করা হবে।