ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে চাটমোহর উপজেলা সমন্বয় কমিটির সভা বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদকরণ বাস্তবায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সভায় সমন্বয় কমিটির সকল সদস্য,বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,ভোটার তালিকায় নিয়োজিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।