নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দু:স্থদের মধ্যে ছাগল বিতরণের আয়োজন করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের কুশার সেন্টারপাড়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মসলিশের শূরা সদস্য ও নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মো: আব্দুর রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ জন দু:স্থের মধ্যে উপহার হিসেবে ছাগল বিতরণ করেন। মহাদেবপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমন এতে সভাপতিত্ব করেন। নায়েবে আমীর ও যুব বিভাগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুল ইসলাম বাবু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মো. গোলাম ফারুক বিদ্যুৎ, উপজেলা ব্যবসায়ী কল্যাণ বিভাগের সভাপতি মাও. আশরাফুল ইসলাম প্রমুখ।