কিশোরগঞ্জ সদর উপজেলায় জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের হল রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদ মিয়ার সভাপতিত্বে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি অফিসার মোতালেব হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব উল হাফিজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রেেকৗশলী মনিরা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাসুদ হাসান, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আ.রাজ্জাক, যুব উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জের সভাপতি সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন । সভায় কিশোরগঞ্জ সদরের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশ্লিষ্ট সদস্যগণ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।