আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নাকনা সাইক্লোন শেল্টারে ভোট গ্রহন করা হয়। উপজেলা নির্বাচন কমিশনার টিমের ব্যবস্থাপনায় নির্বাচনে ৪৯০ জন ভোটারের মধ্যে ৩১২ জন ভোটার ভোট প্রদান করেন। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে শেখ শাহ আলম ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাস্টার আলমগীর হোসেন ১২৪ বোট পান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদক পদে এমদাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, নির্বাচন কমিশন আঃ আলিম ও রবিউল আওয়াল ছোট, পরাজিত প্রার্থী এমদাদুল হক প্রমুখ। এদিকে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান, সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, যুগ্ম আহ্বায়ক কেসমতুজ্জামান তুহিন ও কারিমুজ্জামান এ কমিটিকে প্রত্যাখ্যান করে বলেন, প্রকৃত বিএনপির লোকজনকে বাদ দিয়ে মনগড়া পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি বাতিল এবং নতুন করে নির্বাচনের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করছি।