নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৮ পিএম
নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

 সীমান্তো এলাকায় নিষিদ্ধ যৌন উত্তেজক বড়ি ভায়াগ্রা ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি।শুক্রবার উপজেলার কুসুমপুর ও বেনীপুর থেকে বিজিবি এসব অবৈধ দ্রব্য উদ্ধার করে।মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল মোঃ রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের. মিজানুর রহমানের কাঠাল বাগানের মধ্যে হতে আসামি বিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রাা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক বলেন, পলিয়ানপুর বিওপির নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তি ও মাদক ও ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যব-’া গ্রহনের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে