উপজেলার খালিশপুর ইউনিয়নে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১টি এয়ারগান, দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে।বৃহস্পতিবার রাতে ক্যাপ্টেন আবু-আল ইব্রাহীমের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ১টি এয়ারগান, ১৭ টি বুলেট ১টি চাপাতি এবং ১টি ছুরি সহ ১ জন কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন উপজেলার খালিশপুর গ্রামের রফিক হোসেনের ছেলে সাব্বির (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, আটকৃত ব্যাক্তি এয়ারগান ব্যাবহার করে বন্যপ্রানি নিধন এবং চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। পরবর্তীতে মহেশপুর ভৈরবা আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবা শেষে মহেশপুর থানায় হন্তান্তর করা হয়। থানায় ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।