জোরপূর্বক জমি দখলের চেষ্টা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৪ পিএম
জোরপূর্বক জমি দখলের চেষ্টা

রংপুর নগরীর তালুক ধর্মদাস মুসলিমপাড়া এলাকায়  পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে প্রবেশকরে মারপিট করে ধান, টাকা গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মৃত ফজল উদ্দিনের ছেলে  আমিনুল ইসলাম  মেট্রোপলিটন তাজহাট থানায়  মোঃ শাহাজাহান(৫৪), মোঃ শাহআলম (৫২),মোঃ শাহানত (৫০)সগ ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।  অভিযোগ সূত্রে জানাগেছে, আমিনুল ইসলাম তাজহাট এলাকায় জমি ক্রয় করে রেকর্ড মূলে ২০০৯ সাল থেকে  ভোগ দখল করে আসছিল। গত ২৬ নভেম্বর বর্নিত আসামীরা অজ্ঞাতনামা ১০/১৫ জন পূর্বপরিকল্পিতভাবে তার ভোগ দখলীয় চমিতে প্রবেশ করে বিদ্যুতের মিটার  ভাংচুর করে এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তিত আসামিরা ৫০ শতক জমির ৩০ মন ধান, ৪০ হাজার টাকা, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছসহ তিন লক্ষাধিক টাকার মালামাল  ক্ষতি সাধন করে। গণঅভ্যুত্থানের পর আসামীরা সুযোগ বুঝে তারা আমার ভোগ দখলিয় জমি জবর দখল করার  চেষ্টা করে। ভুক্তভোগী আমিনুল ইসলাম এবিষয়ে ন্যায় বিচার চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে