সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতের মাদ্রিদ ডার্বি ছিল উত্তেজনা ও বিতর্কে ভরপুর। লা লিগার এই ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয় রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদের লড়াই। তবে এই ড্র ম্যাচের কেন্দ্রবিন্দু ছিল রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, যা নতুন করে উত্তাপ ছড়িয়ে দেয়।
প্রথমার্ধে হুলিয়ান আলভারেসের পেনাল্টি গোলে আতলেতিকো এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু মূল আলোচনার বিষয় ছিল, ৩১ মিনিটে রিয়ালের অরেলিয়েঁ চুয়ামেনির সাথে আতলেতিকোর সামুয়েল লিনোর সংঘর্ষে রেফারির পেনাল্টি দেওয়া, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। পেনাল্টি পরবর্তী সময়ে আতলেতিকো দলের একমাত্র গোলটি আসে।
এদিকে, রিয়াল মাদ্রিদের জন্য এই ড্র ছিল টানা দুই ম্যাচে জয়হীন থাকার ঘটনা, যা শিরোপা ধরে রাখার পথে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে, তবে আতলেতিকো মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
বার্সেলোনা, যারা এই ড্রয়ের পর রিয়াল ও আতলেতিকোর সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলেছে, তারা এখন শিরোপার দৌড়ে আরও বেশি আশাবাদী।
এভাবে, মাদ্রিদ ডার্বি শেষ হলে, তৃতীয় দল হিসেবে বার্সেলোনা হাসিমুখে তাদের সম্ভাবনা আরও শক্তিশালী করে তুলেছে।