চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শুরু হয়েছে চোটের মিছিল। একের পর এক তারকা ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাচ্ছেন টুর্নামেন্ট থেকে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া। তার বদলি হিসেবে অলরাউন্ডার করবিন বশকে দলে টেনেছে প্রোটিয়ারা। ২০১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও চোটের কারণে খেলতে পারেননি নরকিয়া। এবার আরও এক আইসিসি ইভেন্টের আগে চোটের কারণে ছিটকে গেলেন নরকিয়া। তার বদলি হিসেবে দলে আসা বশের ওয়ানডে অভিষেক হয়েছে গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ৬৯ রান খরচায় ১ উইকেট শিকার করেন তিনি। তবে সর্বশেষ এসএ২০ টুর্নামেন্টে বল হাতে উজ্জ্বল ছিলেন বশ। ৭ ইনিংসে ১১ উইকেট শিকার করেছেন তিনি, দল এমআই কেপ টাউন জিতেছে শিরোপা। এছাড়া দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্ত করা হয়েছে পেসার কোয়েনা মাফাকাকে। ৯ ফেব্রুয়ারি মাফাকা, বশ এবং টনি ডি জর্জি করাচির উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমানে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজ শেষে পাকিস্তানেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কনসালটেন্ট হিসেবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাতকে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, র্যাসি ভ্যান ডার ডুসেন।