অলিম্পিয়ার সাথে মায়ামির দাপুটে জয়

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৮ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৫:৫৩ পিএম
অলিম্পিয়ার সাথে মায়ামির দাপুটে জয়

মৌসুমপূর্ব ম্যাচে গতকাল রোববার অলিম্পিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে গোলে অ্যাসিস্টে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। আর তার দল জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। মেসি ছাড়াও গোল পেয়েছেন লুইস সুয়ারেজ। ম্যাচের ২৭ মিনিটে মেসি প্রথম গোলটি করেন। এ সময় ডানদিক থেকে সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল জালে জড়াতে বেশি বেগ পেতে হয়নি মেসির। তার আগে অবশ্য মেসি দুটি সুযোগ মিস করেছিলেন। ৪৪ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করে ব্যবধান বাড়ান ফেদেরিকো রেদন্দো। ৪৫+২ মিনিটের মাথায় নোয়াহ অ্যালেন গোল পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হেরনরা। এই গোলেও অ্যাসিস্ট করেন মেসি। বিরতির পর ৫৪ মিনিটে বেঞ্জামিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন সুয়ারেজ। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। আর ৭৯ মিনিটে রায়ান সেইলরের গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় মায়ামির। এর আগে মৌসুমপূর্ব প্রথম প্রস্তুতি ম্যাচে স্পোর্টিং সান মিগুয়েলিতোর বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল মেসি-সুয়ারেজরা। গত শনিবার সকালে শেষ প্রস্তুতি ম্যাচে অর্লান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে