সেনবাগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:০১ এএম
সেনবাগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

নোয়াখালীর সেনবাগের ছমির মুন্সির হাট বাজারের ঐতিহ্যবাহী তাহ্সিনুল কুরআন হন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিল এবং হিফ্জ সম্পন্নকারী ২৩ হাফেজে কুরআন ছাত্রকে পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর ছমির মুন্সিরহাট বাজার সংলগ্ন মুন্সি সেকান্দর আহম্মদ জামে মসজিদ সংলগ্ন মাঠে ব্যবসায়ী বশির আহম্মদ ও হাফেজ মাওলানা এমরানের সভাপতিত্বে এবং এ্ইচ এম নাছরুল্লাহ সঞ্চালনায় অনু্িষ্ঠত ক্বিরাত সম্মেলনে ক্বিরাত পরিবেশন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশ, শায়েখ ইয়াসির শারক্বাউঈ (মিশর), ক্বারী হামিদ রেজা আহম্দী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনওয়ার নাফিসী (পাকিস্তান) ও ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ (মরক্কো)। ক্বিরাত সম্মেলনে পবিত্র কুনআন থেকে তাফসীর পেশ করেন, জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন, মুফতি সাঈদ আহমদ (কলরব), ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসা পরিচালক আল্লামা মুফতি শহিদুল্লাহ, মুফতি নাজমুল ইসলাম সুহিলপুরী, হাফেজ মাওলানা আবু জর গিফারী, মাওলানা শরিফুল ইসলাম মুহাম্মদপুরী, ওয়াসেকপুর আজিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদীন, মুফতী মাসুম বিল্লাহ এমদাদী ঢাকা, মাওলানা সৈয়দ আবদুল্লাহ চট্টগ্রাম, মাওলানা আহম্মদ উল্লাহ আজিজী, মাওলানা রহমাত উল্লাহ আমিনী, এম বশির উদ্দিন ভূঁইয়া প্রমুখ । এ বছর তাহ্সিনুল কুরআন হন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজকারী ২৩ ছাত্রকে পাগড়ী প্রদান, ২৫জন নতুন ছাত্রকে কুরআনের চবক ও বিগত বছর গুলোতে হেফজ সম্পন্নকারী ৪০জন ছাত্রকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সুষ্ঠু ও সুন্দর ভাবে ক্বিরাত সম্মেলন শেষ করাতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করেছেন ,মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলনা মনিরুল ইসলাম 

আপনার জেলার সংবাদ পড়তে