নতুন করে পড়ালেখা শুরু করলেন সেই মোনালিসা

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৯ পিএম : | আপডেট: ১৮ মার্চ, ২০২৫, ০৭:৪২ পিএম
নতুন করে পড়ালেখা শুরু করলেন সেই মোনালিসা

ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভে গিয়ে ভাগ্য পরিবর্তন ঘটে মোনালিসা নামের এক মালা বিক্রেতা তরুণীর। কারণ, বলিউডের নায়িকা হতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, পরিচালক সনোজ মিশ্রের আসন্ন একটি ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু তার যে অক্ষর জ্ঞান নেই, তা হয়ত অনেকেরই অজানা। মোনালিসা কখনও পড়াশোনা শেখেননি। এই বয়সে নতুন করে পড়ালেখাও শুরু করেছেন তিনি। তাই মোনালিসাকে নিজ উদ্যোগে ‘এ বি সি ডি’ শেখাচ্ছেন স্বয়ং সিনেমার পরিচালক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সনোজ। সেখানেই পরিচালক জানালেন, মোনালিসার পড়াশোনা শেখানোর দায়িত্ব নিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের মহেশ্বরে বাস মোনালিসার। মেলায় গিয়েছিলেন রুদ্রাক্ষের মালা বেচতে। হঠাৎ করেই ভাইরাল হয়ে যান তিনি। তার চোখের মণিতে আটকে যায় শত যুবকের মন। জনপ্রিয়তা এতটাই উচ্চে পৌঁছে যায় যে মেলা ছেড়ে চলে আসতে বাধ্য হন মোনালিসা। এই মুহূর্তে ইনস্টাগ্রামে নিয়মিত রিলস বানান তিনি। কিন্তু পড়াশোনা তো জানেন না, ক্যাপশন লেখেন কী করে? মোনালিসার উত্তর, ‘লিখি না তো। শুধু ছবি আর ভিডিও আপলোড করি।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW