কাপাসিয়ায় আবারো ইউএনও সেজে প্রতারণা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৬ পিএম
কাপাসিয়ায় আবারো ইউএনও সেজে প্রতারণা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নাম ভাঙ্গিয়ে আবারো প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও'র নাম ভাঙ্গিয়ে একটি মহল সুযোগ বুঝে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। চক্রটি বিভিন্ন জনের কাছে ইউএনও'র পরিচয়ে এই প্রতারণা করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় "উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া, গাজীপুর" ফেসবুক পেজ থেকে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রিয় কাপাসিয়াবাসী আসসালামু আলাইকুম। সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, কে বা কারা উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত। সকলকে এধরণের প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের কথায় প্ররোচিত হয়ে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল। এ ধরণের প্রতারণা ঠেকাতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বলেন, বিভিন্ন জনের কাছে ইউএন'ও পরিচয় দিয়ে প্রতারণার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। শুনেছি অতীতেও পূর্বের ইউএনও ও এসিল্যান্ডদের নাম পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। এদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, পুরুষ কন্ঠের এক ব্যক্তি নতুন ইউএনও হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে প্রতারণা করছেন। এই বিষয় নিয়ে পুলিশ কাজ করছে। উল্লেখ্য: ২০২১ সালের ২৫ শে নভেম্বর ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন একেএম গোলাম মোরশেদ খান। তাঁর নাম ভাঙিয়ে এই নাম্বার থেকে ০১৯২৯৭৮৫০২৪ বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হয়। পরে ওই ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পরিচয়ে বিভিন্নজনকে (এই নাম্বার থেকে ০১৯২৩৮৯১৬১৭) ফোন দিয়ে টাকা চাওয়া হয়। ওই সময়কার এসিল্যান্ড ছিলেন রুবাইয়া ইয়াসমিন। তিনিও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে