বিরলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৭ পিএম
বিরলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিরলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জন প্রশিক্ষণার্থী দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নেই পাশে কেউ যার- সমাজ সেবা আছে তার শ্লোগানে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট মাঠ কর্মী ও উপকারভোগীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজেসেবা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, সমাজেসেবা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মোঃ আব্দুর রহিম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে