গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরে জাকির হোসেন নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জাকির ওই গ্রামের শফি আলমের ছেলে। পরিবার ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে জাকির হোসেন মানুষিক রোগে ভুগছিল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার দিবাগত রাতে খাওয়া শেষে নিজ শয়ন ঘরে শুয়ে পড়ে। গতকাল শনিবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পায় জাকির ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট করেন। ইউপি চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া বলেন, জাকির একজন মানুষিক রেগাী। দীর্ঘদিন থেকে পরিবারের লোকজন তার চিকিৎসা করে আসছে। তার ধারনা সে কারনে আত্মহত্যা করেছে। থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিত্বে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।