সৈয়দপুরে রিক্সায় ওড়না পেঁচিয়ে যাত্রী নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
সৈয়দপুরে রিক্সায় ওড়না পেঁচিয়ে যাত্রী নিহত

নীলফামারীর সৈয়দপুরে রিক্সার চাকায় ওড়না পেঁচ লেগে রোকসানা নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহতের বাসা শহরের হাতিখানা মহল্লায়। সে হাতিখানা ক্যাম্পের মোক্তার হোসেনের স্ত্রী। নিহতের পরিবার জানান,ডায়াবেটিস পরীক্ষা করতে রিক্সা করে গন্তব্যে যাচ্ছিলেন তিনি। পথের মধ্যে তার গাঁয়ের ওড়না রিক্সার চাকায় পেঁচ লেগে সড়কে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে