দিঘলিয়ায় মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৩ এএম
দিঘলিয়ায় মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকা থেকে দিঘলিয়া উপজেলায় দায়িত্বরত নৌবাহিনী টিম দেশী অস্ত্র ও মাদক দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেঃ কমান্ডার তাইফ আবরার, (এক্স), বিএন (পিনং ৩২৭১) নেতৃত্বে ৯ সদস্যের টহল দল কর্তৃক খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকার আশরাফ হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার (৪২) কে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত একই এলাকার লুৎফর শেখের পুত্র মাদক ব্যবসায়ী কামরুলের ঘর তল্লাশি করে মাদক সেবনের উপকরণ, দেশীয় অস্ত্র ও আনুমানিক ৫০০ গ্রাম পরিমাণ গাঁজা পাওয়া যায়। উল্লেখিত মাদক ব্যবসায়ী কামরুলের স্ত্রী শান্তা বেগম (৩০) কেও উক্ত ব্যবসা পরিচালনা করার জন্য  আটক করা হয়। এ সময় কামরুল বাড়িতে না থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, জব্দকৃত মালামাল ও আসামিকে বিকাল পৌনে ৫ টায় দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে