বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২শে ফেব্রুয়ারী) রংপুর নগরীর ধাপ হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি শ্রী রাম জীবন কুন্ডুর সভাপতিত্বে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী অশোক মাধক রায়, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল রায়, শ্রী গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সহ প্রচার সম্পাদক শ্রী অনয় মুখার্জি। প্রতিনিধি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসহ রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।