রংপুরে ৫দিন ব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পন্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল (২৩ ফেব্রুয়ারি) রোববার বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগীয় এসএমই পন্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, উপ পুলিশ কমিশনার আবু সালেহ আহমেদ আশরাফুল আলম, এসএমই ফাউন্ডে শনের সহকারি মহাব্যাবস্থাপক নাজমা খাতুন । স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।