বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে ফেরার পথে রংপুরে বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী ( ৪৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী লালমনিরহাট জেলার আদিতমারী থানার পাগলার চর এলাকার মৃত ফজলার রহমানের ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে রংপুর কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়কের রংপুর নগরীর ২৯ নং ওয়ার্ড কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমী মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার উপ পুলিশ পরিদর্শক সুলতান মিয়া। তিনি জানান, বরিশালের চরমোনাই পীরের বার্ষিক মাহফিল শেষে লালমনিরহাট ফেরার পথে রংপুর নগরীতে কবলে পরে রুজিনা নামের একটি নাইট কোচ। এতেই ঘটনাস্থলে একজন নিহত হয়েছে আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে আহতদের মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়ার কাজ চলছে।