কয়রা উপজেলা ইয়ুথ ফর দি সুন্দরবনের উদ্যোগে ও রুপান্তরের সহযোগিতায় উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবগত করা হয়। গতকাল বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন কয়রা ইয়ুথ টিমের আহবায়ক নিরাপদ মুন্ডা। সংগঠনের সদস্য রাসেল আহমেদ ও সঞ্জয় বাইনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার গাজী, শিক্ষক হেনা রানী মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, কয়রা উপজেলা ইয়ুথ টিমের সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোঃ সবুজ ,সুব্রত মুন্ডা,খাদিজা খাতুন সাথী ,মুসলিমা, শিহাব উদ্দিন, আমিনুর রহমান, সৌমেন মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।