কালিগঞ্জে বিপুল পরিমাণ মদ, স্বর্ণালংকার ও ভারতীয় রুপিসহ আটক ৩

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৪ পিএম
কালিগঞ্জে বিপুল পরিমাণ মদ, স্বর্ণালংকার ও ভারতীয় রুপিসহ আটক ৩

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৬২ লিটার চোলাই মদ, ৪৬ভরি স্বর্ণালংকার, ১৮টি চেক ও  ভারতীয় ২০৪০ রুপিসহ ৩জন আটক হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তর কালিগঞ্জ বাজার এলাকায় যৌথবাহিনী ও উপজেলা প্রশাসন প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে। আটকরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মরহুম শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইয়াসিন আলী (৭৪), মোমরেজপুর গ্রামের মরহুম হযরত আলীর ছেলে নবাব আলী (৩৭) ও তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে ওমাদ সরকার (৩২)। 

যৌথবাহিনী সূত্র জানায়, মাদক ব্যবসায়ী শেখ ইয়াসিন আলী বৈধ লাইসেন্সে মদ বিক্রির পাশাপাশি অবৈধ মদ বিক্রি করছেন বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। ওই মাদক ব্যবসায়ীর তিনটি মদের দোকানের মধ্যে একটি বৈধ এবং বাকি দুইটি ছিল অবৈধ। অবৈধ দেশি মদ এলাকার বিভিন্ন মুদি দোকান, স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিক্রি ছাড়াও জেলার বিভিন্ন গ্রুপের কাছে পাইকারি এবং খুচরা বিক্রি করা হচ্ছিল। এসব অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: নাহিদুল হক খান এর নেতৃত্বে একটি টহল দল সেখানে যেয়ে ১৭ লিটার দেশি মদসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে পুলিশ, ডিএসবি, ইউএনও এবং এসিল্যান্ড ঘটনাস্থলে  গেলে সেখানে উপস্থিত হন মদের দোকানের মালিক শেখ ইয়াসিন আলী। রেজিস্ট্রার অনুযায়ী ১৭০০ লিটার দেশি মদ স্টোরে মজুদ আছে বলে প্রশাসনকে জানান শেখ ইয়াসিন আলী। এসময় জনসম্মুখে মজুদকত মদ পরিমাপ করে সেখানে মোট ২ হাজার ১৪০ লিটার মদ পাওয়া যায়। অতিরিক্ত ৪৪০ লিটার মদ অবৈধ বলে স্বীকার করেন ইয়াসিন আলী। ডিএন্ডসি ডিপার্টমট এর প্রতিনিধিও উক্ত ৪৪০ লিটার মদ বৈধ নয় বলে জানান। 

পরবর্তীতে মদের দোকানটি তল্লাশি করে মালিক কর্তক স্থানীয় মাদকসেবীদের নিকট থেকে অবৈধভাবে বন্ধককৃত ৪৬ ভরি সোনার গহনা, ২০৪০ ভারতীয় রুপি, স্বাক্ষরকত কয়েকটি নন জুডিশিয়াল ফাঁকা স্টাম্প ও ১৮টি স্বাক্ষরকৃত ফাঁকা ব্যাংক চেক পাওয়া যায়। ৪৬২ লিটার অবৈধ বাংলা চোলাই মদ, স্বর্ণালংকার, ফাঁকা স্টাম্প, ব্যাংকের চেক, ভারতীয় রুপি জব্দের পাশাপাশি আটক করা হয় শেখ ইয়াসিন আলী, ওমাদ সরকার ও নবাব আলীকে। রাতে জব্দকত মালামালসহ আটক তিনজনকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে