সংগীতপ্রেমীদের জন্য সুখবর! জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক মিনার রহমান দীর্ঘদিনের বিরতি ভেঙে নতুন গান প্রকাশ করেছেন। তার নতুন একক গানের শিরোনাম ‘গোধূলির আমন্ত্রণে’, যা সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানের কথায় এক ধরনের নস্টালজিক আবহ তৈরি করেছেন মিনার নিজেই। ‘যদি কখনো ভুল করে আমায় মনে পড়ে...’, এই গান যেন এক অনুভূতির স্রোত, যেখানে প্রেম, বিরহ ও স্মৃতির মেলবন্ধন স্পষ্ট হয়ে ওঠে। গানের কথা, সুর এবং সংগীতায়োজনও করেছেন মিনার নিজেই।
গানটি নিয়ে শিল্পীর অভিব্যক্তি বেশ গভীর। তিনি বলেন, “গান লিখতে গিয়ে কিছু শব্দ, কিছু বাক্য আমাদের মনে গেঁথে যায়। ‘গোধূলির আমন্ত্রণে’ তেমনই দুটি শব্দ, যা জীবনের মূল্যবোধ, বিশ্বাস ও ভালোবাসাকে অনন্য এক ব্যঞ্জনা দেয়। এই অনুভূতিকে গায়কী ও সংগীতায়োজনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যা শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।”
মিনারের গান মানেই এক অন্যরকম আবহ, যা শ্রোতাদের আবেগে নাড়া দেয়। তার এই নতুন গানও সেই ধারাবাহিকতারই অংশ। দীর্ঘ বিরতির পর ‘গোধূলির আমন্ত্রণে’ শ্রোতাদের মাঝে কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।