রিপোর্টাস ক্লাব মিলনায়তনে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৭:১০ পিএম
রিপোর্টাস ক্লাব মিলনায়তনে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রংপুরে এনজিওতে যৌথ বিনিয়োগের নামে  ৯৮  লক্ষ টাকা প্রতারনা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। নগরীর ধাপ বনানী ভগি এলাকার আফসানা জাহান মিতু, তৌসিফ আহমেদ ও নুর আলম নামের তিন জনের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রবিবার (২ মার্চ) দুপুরে রংপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে ভুক্তভোগীদের কয়েকজন সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিজা আক্তার নামে একজন জানান,  আফসানা আক্তার মিতু নামের একজন বান্ধবী ডেসটিনি নামের একটি এনজিওতে কাজ করতেন। সেই এনজিও বন্ধ হওয়ার পরে সে আমাদের কাছে আরেকটি এনজিও খোলার প্রস্তাব দেন। এনজিও খুলতে তার লোভনীয় প্রস্তাবে আমরা রাজি হলে সে আমদেরকে মূলধন লাগবে বলে জানায়। পরে আমরা কয়েকজন মিলে ৯৮ লাখ টাকা দেই। এরপর সে বিভিন্ন এনজিওর কর্মকর্তার সাথে জোগসাজসে তার ছোট বোনের স্বামী তৌসিব আহমেদকে আমাদের স্বামী পরিচয়ে ছবি এডিটিং এর মাধ্যমে মোটা অংকের ঝন নিয়ে আত্নসাত করে। পরে এনজিওর লোকজন কিস্তির টাকা আদায় করতে আমাদের বাসায় আসে। ঘটনাটি মিতু ও তার ছোট বনের স্বামী তৌসিফকে জানালে তারা এনজিও চালু হলে মাইক্রোক্রেডিট থেকে লাভের টাকায় জন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু তারা ঝর পরিশোধ না করে কালক্ষেপন করতে থাকে।

তিনি আরও বলেন, টাকা তুলতে আমাদের পরিবার থেকে চাপ দিতে তাকলে পরি মিতুর বাবা নুর আলমকে আমরা ঘটনাটি জানাই। পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠকে তিনি জমি বিক্রী করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। এর পর তিনি কালক্ষেপন করে তার মেয়ে মিতুকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। পরে চাপে পরে তিনি কয়েকজনকে ব্যাংকের টাকার চেক দেন। কিন্তু সেই চেক দিয়ে টাকা তুলতে না পেরে তারা মামলা দায়ের করেন। এর পর থেকে তারা বয়ভিতি প্রদর্শন হুমকি দেয়াসহ সামাজিক ও মানুষিক ভাবে হয়রানী করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী লিজা আক্তার, জান্নাতুল, বিথি, আতিকা বেগম ও স্মৃতি বেগমসহ কয়েকজন।  এ বিষয়ে জানতে অভিযুক্তদের ব্যবহৃত মুঠোফোটে একাধিকবার কল দিলে তারা রিসিভ করেন নি। সেজন্য তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে