গাইবান্ধা ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৬:৩৯ পিএম
গাইবান্ধা ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছে । রোববার রাত ৮ টার দিকে  গাইবান্ধা - লালমনিরহাট রুটের সরকারপাড়া ছোট পুল এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস গাইবান্ধায় বিরতি দিয়ে রংপুর যাচ্ছিল । পথে ছোট পুল এলাকায় পৌছালে ঔই নারী ট্রেনের নিচে ঝাপ দেন এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খন্ডিত ৬ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর কাছে মোবাইল ফোন ছিল না । তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ।

আপনার জেলার সংবাদ পড়তে