নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মো. ছগির হোসেন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম ও তার ছেলে অনিক হাওলাদার।
সূত্রমতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগিরা। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছেন।