বরিশালে ভোক্তার অভিযানে ছয় প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০২:২৪ পিএম
বরিশালে ভোক্তার অভিযানে ছয় প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকায় তিনটি ফলের দোকানকে প্রতিটিতে দুই হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা।

গ্যাসের দোকানে অনিয়ম পাওয়ায় পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি দোকান থেকে সাত হাজার টাকা ও খাবার হোটেলে অনিয়ম পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানিয়েছেন, রমজান মাসজুড়েই বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে