রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৪ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যান্য কোন বৈধ কাগজপত্র না থাকায় বুধবার ভাটা গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এগুলো হচ্ছে-কুমেদপুর চকপাড়া গ্রামে ফারুক মন্ডলের ২ টি,কাঞ্চনপুর মৌজায় মোয়াজ্জেম হোসেনের ১ টি ও শিবপুর মৌজায় আবু বক্কর সাজু মাস্টারের ১ টি। কর্তৃপক্ষ জানায়,দীর্ঘদিন ধরে সতর্কীকরনের পরেও এসব ভাটা মালিক কোন বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেনি।
উল্লেখ্য,উপজেলার অধিকাংশ ভাটা বনাঞ্চল, লোকালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে। এসব ভাটায় আগুন জ্বলে, ইট পোড়ে। মাটি, খড়ি, ইট বোঝাই করে ট্রাকের পর ট্রাক আসে। ধুলো-ধোঁয়ার একাকার হয়ে থাকে চারপাশ। এর মধ্যই চলে শিক্ষার্থীসহ পথচারীদের আসা-যাওয়া, পড়াশোনা আর খেলাধুলা। আইন লঙ্ঘন করে পীরগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে ৫৫টি অবৈধ ইটভাটা। এরমধ্য ৪৪টি ভাটায় ইট পোড়ানো শুরু হয়েছে। সংখ্যার অর্ধেকের বেশি ৪টি ইউনিয়নে ২৯টি ভাটা রয়েছে। কুমেদপুর ইউনিয়নে ৭টি ভাটার মধ্য এক গ্রামের ২০০ গজের দুরত্বে রয়েছে ৫টি ভাটা। বন বীট এলাকা হিসেবে পরিচিত চৈত্রকোলে ৯টি, মদনখালিতে ৬টি ও টুকুরিয়ায় ৭টি ভাটা। এসব ভাটায় বনের কাঠ উজাড় করে প্রতিবছর ইট পোড়ানো হয়। ঝিকঝাক বা হাওয়া ভাটা ৩৯টি, এখনও উপজেলায় ১৬টি স্থায়ী চিমনী ভাটা রয়েছে। কয়েকজনের বিএসটিআই, শ্রম মন্ত্রণালয়ের কল-কারখানা, ভ্যাট, ট্যাক্স ও ফায়ার সার্ভিসের অনুমতিপত্র থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স নেই কারো।
আইন লঙ্ঘন করে পীরগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে ৫৫টি অবৈধ ইটভাটা। এরমধ্য ৪৪টি ভাটায় ইতিমধ্যে ইট পোড়ানো শুরু হয়েছে। এ সংখ্যার অর্ধেকের বেশি ৪টি ইউনিয়নে ২৯টি ভাটা রয়েছে। কুমেদপুর ইউনিয়নে ৭টি ভাটার মধ্য এক গ্রামের ২০০ গজের দুরত্বে রয়েছে ৫টি ভাটা। বন বীট এলাকা হিসেবে পরিচিত চৈত্রকোলে ৯টি, মদনখালিতে ৬টি ও টুকুরিয়ায় ৭টি ভাটা। এসব ভাটায় বনের কাঠ উজাড় করে প্রতিবছর ইট পোড়ানো হয়। ঝিকঝাক বা হাওয়া ভাটা ৩৯টি, এখনও উপজেলায় ১৬টি স্থায়ী চিমনী ভাটা রয়েছে। কয়েকজনের বিএসটিআই, শ্রম মন্ত্রণালয়ের কল-কারখানা, ভ্যাট, ট্যাক্স ও ফায়ার সার্ভিসের অনুমতিপত্র থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স নেই কারো। তার পরেও বছরের পর বছর ধরে এসব ইটভাটায় ইট পোড়ানো ও বিক্রি হচ্ছে দেদারসে। দেখে যেন মনে হয় কোথাও কেউ নেই ?