বকশীগঞ্জে ৩ মোটর সাইকেল সহ গ্রেফতার ৪

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম
বকশীগঞ্জে ৩ মোটর সাইকেল সহ গ্রেফতার ৪

জামালপুরের বকশীগঞ্জে মটর সাইকেল  চুরির ঘটনায় পুলিশের সারাশি অভিযানে চোর চক্রের চার সক্রিয়  সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় চুরি যাওয়া তিনটি মোটর সাইকেল ও একটি অটো ভ্যান গাড়ী উদ্ধার করা হয়েছে। গত দুদিনে বিরামহীন ভাবে  অভিযান চালিয়ে বকশীগঞ্জ, থানার পুলিশ  ইসলামপুর ও জামালপুর সদর এলাকা থেকে  তাদের গ্রেফতার করে। বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহম্মেদ জানান,

গ্রেফতারকৃত বকশীগঞ্জের বালুগ্রাম গ্রামের আমিনুল ইসলাম (৪০) সরদারপাড়া গ্রামের রোমান আকন্দ (৩৫) ইসলামপুর থানার কাচিহারা (ফরাজীপাড়া) গ্রামের আল আমিন (৩৫) জামালপুর সদর থানার রাজাপুর গ্রামের মোঃ ফরহাদের স্বীকারোক্তি মুলক তথ্যের ভিত্তিতে  একটি অটো ভ্যান ও তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।  তিনি আরো জানান চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামে (এফ রহমান হাসপাতালের পিছনে) জাহিদ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।  ওই মামলার সূত্র ধরেই চলে পুলিশের সারাশি অভিযান।  ডিজিটাল তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং  জেলা গোয়েন্দা সংস্থা ডিবি-২ এর সহযোগিতায় প্রথমে  ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল উদ্ধার ও একজনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থেকে আরো দুইজন গ্রেফতার এবং  নিলক্ষিয়া এলাকা থেকে একটি মোটর সাইকেল উদ্ধারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

 জানা গেছে , গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের  সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলকায় চুরি  করে আসছে। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ জানান আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে