৮ ডিসেম্বর মেলান্দহ মুক্ত দিবস

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম
৮ ডিসেম্বর মেলান্দহ মুক্ত দিবস

 জামালপুরের মেলান্দহে ৮ ডিসেম্বর মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে আব্দুল করিম কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও জনতা মিলে মেলান্দহ থানা ঘেরাও করে রাখেন। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালিন ওসি জোনাব আলীর মাধ্যমে ৪৬ জন রাজাকারসহ পাকবাহিনীরা উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণের মধ্য দিয়ে অস্ত্র জমাদেয়। ওইদিন আব্দুল করিম কমান্ডার স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলান্দহকে হানাদারমুক্ত ঘোষণা করেন।


আপনার জেলার সংবাদ পড়তে