বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা বিএনপির বিগত অনুমোদিত কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) গফরগাঁও আদর্শ শিশু নিকেতন (কেজি স্কুল) প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক আলমগীর মাহমুদ আলম। প্রধান বক্তা ও সঞ্চালনায় ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার রোকন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা এবি সিদ্দিকুর রহমান, ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, আলহাজ্ব মুশফিকুর রহমান, আখতারুজ্জামান বাচ্চু,
এ্যাডঃ আল ফাত্তাহ খান, মোঃ ফজলুল হক, আব্দুস সালাম, শাহ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফখরুল হাসান, শহিদুল ইসলাম ও মাহিবুর রহমান নাসিম প্রমূখ।