বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক কমিটি স্থগিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ০৭:৫৪ পিএম
বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক কমিটি স্থগিত

গণঅধিকার পরিষদ (জিওপি) বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গত ১১ মার্চ বরিশাল জেলা গণ অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ রানা আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের ভিতরে কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে যে কারণে ইতিমধ্যেই একজনকে বহিষ্কার করা হয়েছে।  আগামীতে নতুন সদস্য নিয়োগ ও পুরাতন আহবায়ক কমিটির কিছু সংস্কার প্রয়োজন রয়েছে এই দিকটি বিবেচনা করে জেলা কমিটি বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে আসন্ন ঈদ-ঊল ফিতরের আগেই পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। 

একই কথা জানিয়েছেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান, তিনি জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা কমিটির মধ্যে অভ্যন্তরীণ কিছু মতপার্থক্য রয়েছে, যে কারণে বাবুগঞ্জ উপজেলা কমিটি ঢেলে সাজাতে কেন্দ্রীয় এটা কর্মীদের নির্দেশনা অনুযায়ী স্থগিত করা হয়েছে। যদিও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আদেশ দেয়া এ কমিটির খুব দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ একটি আহবায়ক কমিটি করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে