মুলাদী উপজেলার সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে মুলাদী প্রেসক্লাবে সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় মুলাদী প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আহাদ ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু ছালেহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোতালেব, মুলাদী পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।