যুবদল নেতা সবুজ মন্ডলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর বিভাগীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বৃহত্তর শম্ভুগঞ্জের নাগরিক সমাজ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে কর্মসূচিতে বক্তব্য রাখেন আমিনুল হক রোমান, আবু হাসনাত, মো. শাহজাহান, ডা. নজরুল ইসলাম, মো. রাসেল, আব্দুল মালেকসহ এলাকাবাসী। অবিলম্বে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।